জ্বালানির জ্বালা! কলকাতায় পেট্রোল ৯০ টাকা ছাড়াল, বাড়ল ডিজেলও
নিজস্ব সংবাদদাতা : কলকাতায় এই প্রথম পেট্রোলের দাম ৯০ টাকা ছাড়াল। একইসঙ্গে বাড়ল ডিজেলের দামও। একটানা ছয় দিন জ্বালানির দাম বাড়ায় নাভিশ্বাস জনমানসে। সবমিলিয়ে চলতি মাসে দাম বাড়ল আটদিন। শনিবারের থেকে ২৮ পয়সা দাম বেড়ে রবিবার লিটারপিছু পেট্রোল হল ৯০ টাকা ১ পয়সা। অন্যদিকে কলকাতায় ডিজেল লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে হল ৮২ টাকা ৬৫ পয়সা।
মুম্বইয়ে লিটারপিছু পেট্রোলের দাম সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছে। বাণিজ্যনগরীতে পেট্রোলের দাম ৯৫ টাকা ২১ পয়সা। আর ডিজেল লিটার প্রতি ৮৬ টাকা ৪ পয়সা। রাজধানীতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৮ টাকা ৭৩ পয়সা। পাশাপাশি ডিজেলের দাম লিটারপ্রতি ৭৯ টাকা ৬ পয়সা। চেন্নাইতে পেট্রোল-ডিজেলের দাম যথাক্রমে ৯০ টাকা ৯৬ পয়সা ও ৮৪ টাকা ১৬ টাকা।
Comments are closed.