রোনাল্ডোর জন্য নজিরবিহীন নিয়মবদল প্রিমিয়ার লিগে
সাম্যজিৎ ঘোষ
বিতর্কের অবসান। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৭ নম্বর জার্সি পরেই খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রিমিয়ার লিগ কমিটির বিশেষ সভায়, লিগের নিয়মে বিশেষ বদল ঘটিয়ে রোনাল্ডোর জন্য এই সুযোগ পাওয়া গেল। তবে ম্যান ইউতে এডিনসন কাভানি ৭ নম্বর জার্সি পরে খেলছিলেন। এবার তিনি ২১ নম্বর জার্সি পরে খেলবেন।
প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, মরসুম শুরুর থেকে যে ফুটবলারের জন্য নির্দিষ্ট জার্সি নম্বর দেওয়া হয় তা পরেই গোটা মরসুম খেলতে হয়। একমাত্র বিশেষ ক্ষেত্রে নিয়ম বদল করা হয়, যা আজ পর্যন্ত হয়নি। রোনাল্ডোর জন্যই বদল নিয়মে।
Comments are closed.