আনলক ৫-এর বিধিনিষেধ বাড়ল আরও এক মাস, লোকাল ট্রেন অধরা ৩০ নভেম্বর পর্যন্ত
নিজস্ব সংবাদদাতা : ৩০ সেপ্টেম্বরে জারি করা আনলক ৫-এর বিধিনিষেধ আরও এক মাস বলবৎ রাখল কেন্দ্রীয় সরকার। এই গাইডলাইনস ৩১ অক্টোবরের বদলে ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ফলে বহু প্রতীক্ষিত লোকাল ট্রেন পরিষেবা আরও একমাস চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ব্যক্তি ও জিনিসপত্রের বিভিন্ন রাজ্যের মধ্যে চলাচলের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকবে না। এরজন্য আগের মতোই অনুমতির প্রয়োজনও হবে না। পাশাপাশি আনলক ৫-এর নির্দেশিকা অনুসারে, সিনেমাহল, স্কুল, রাজনৈতিক সভা-সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ছাড় থাকবে। তবে আগের মতোই বন্ধ থাকবে সুইমিং পুল।
Lockdown shall continue to be implemented strictly in the Containment Zones till 30th November, 2020: Ministry of Home Affairs https://t.co/bfwwQDxm6R
— ANI (@ANI) October 27, 2020
লকডাউনের শুরুতে গত মার্চ থেকেই বন্ধ হয়ে যায় কলকাতা ও শহরতলির লোকাল ট্রেন। বিশেষ ট্রেন ছাড়া লোকাল ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েছে আমজনতা। অনেকেরই আশা ছিল পুজোর পরই নিশ্চয়ই খুলবে লোকাল ট্রেন পরিষেবা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরও একমাস আনলক ৫-এর বিধিনিষেধ বাড়িয়ে দেওয়ায় দীপাবলির পরেও লোকাল ট্রেন চলার আশা জল হয়ে গেল।
Comments are closed.