আনলক ৪-এ চলবে মেট্রো, এখনই খুলছে না স্কুল-কলেজ-সিনেমা-থিয়েটার-সুইমিং পুল
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
আনলক ৪-এর নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এবারের পর্বে উল্লেখযোগ্য ভাবে মেট্রো রেল পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু লোকাল ট্রেন এখনই চালু হচ্ছে না। ৭ সেপ্টেম্বর মেট্রো রেল পরিষেবা চালু হওয়ার আগে তার নিয়মাবলী প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার। শনিবার এমনটাই জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।
নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ করা যাবে, তবে সেখানে ১০০ জনের বেশি জমায়েত করা চলবে না। পাশাপাশি জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকলেও, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অভিভাবকের লিখিত অনুমতি নিয়ে স্কুলে আসতে পারবে প্ৰয়োজনীয়ও পরামর্শ নিতে। অনলাইন ক্লাস এবং নানা পরামর্শের জন্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ৫০ শতাংশ স্কুলে আসতে পারবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কন্টেনমেন্ট জোনের বাইরে কোনও গ্রাম, জেলা বা কোথাও কোনও লকডাউন জারি করতে পারবেন না কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল। সেক্ষেত্রে তাদের কেন্দ্রের থেকে অনুমতি নিতে হবে।
মেট্রো রেল পরিষেবা চালু করা হলেও সিনেমা হল, থিয়েটার বা সুইমিং পুল বন্ধই রাখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের অনুমতি ছাড়া বাকি সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকবে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদেরকে চিঠি দিয়ে কঠোভাবে আনলক ৪-এর নিয়মাবলী মেনে চলতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা।
Comments are closed.