দুঃস্থ পরিবারের সন্তানদের পুজোর নতুন জামা প্রদান ইউনিটি গ্রুপের
নিজস্ব সংবাদদাতা : মহালয়ার পুণ্যলগ্নে সমাজের দিন আনা দিন খাওয়া মানুষজনদের সন্তানদের পাশে দাঁড়াল সাঁতরাগাছি মন্দিরপাড়া এলাকার ইউনিটি গ্রুপ। লকডাউনে অনেক পরিবারে দুবেলা অন্নসংস্থান এখন চিন্তার বিষয়। কোনওরকমে দিনাতিপাত করছেন তাঁরা। এরই মধ্যে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। মা আসছেন ধরাধামে। কিন্তু এই সব গরিব পরিবারে পুজো এখন স্বপ্ন। এরকম দুঃস্থ পরিবারের প্রায় ১৪০জন শিশু, নাবালক ও নাবালিকাদের মধ্যে নতুন জামা তুলে দিল ইউনিটি গ্রুপ।
মন্দিরপাড়া, সুলতানপুর, রায়পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হল পুজোর নতুন জামা। ইউনিটি গ্রুপের এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা। একইসাথে এলাকাবাসীকে করোনাবিধির পাঠও দিয়েছেন এই গ্রুপের সদস্যরা।
ইউনিটি গ্রুপের অন্যতম সদস্য জয়ন্ত দেবনাথ জানালেন, ‘শুভানুধ্যায়ী মানুষজনদের সমবেত সাহায্যে এলাকার দুঃস্থ পরিবারের সন্তানদের পুজোর নতুন জামাকাপড় তুলে দেওয়ার চেষ্টা করেছি আমরা। আগামী দিনেও আমাদের এই কর্মসূচি জারি থাকবে। যাঁরা এ কাজে আমাদের সহায়তা করেছেন তাঁদের সকলের কাছে আমাদের ইউনিটি গ্রুপ কৃতজ্ঞ।’
Comments are closed.