করোনায় আক্রান্ত কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত। ট্যুইট করে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, নিজের শরীরে লক্ষণ দেখা দেওয়ায় তিনি পরীক্ষা করান এবং পজিটিভ রিপোর্ট আসে। পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা সবাইকে তিনি করোনা পরীক্ষা করতে অনুরোধ জানান। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
अस्वस्थता के कुछ लक्षण दिखने पर मैंने कोरोना टेस्ट करवाया और मेरी रिपोर्ट पॉजिटिव आई है। डॉक्टर्स की सलाह पर अस्पताल में भर्ती हो रहा हूँ। मेरा अनुरोध है कि गत दिनों में मेरे संपर्क में जो लोग आये हैं वह स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं। आप सभी स्वस्थ रहें और अपना ध्यान रखें।
— Gajendra Singh Shekhawat (@gssjodhpur) August 20, 2020
এদিকে বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন রেকর্ডসংখ্যক ব্যক্তি। দৈনিক আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ৬৫২ জন। এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২৮ লক্ষের বেশি। মৃতের সংখ্যা বেড়ে ৫৩ হাজার ৮৬৬ জন।
Comments are closed.