প্রয়াত কেন্দ্রীয়মন্ত্রী রামবিলাস পাসোয়ান
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
প্রয়াত হলেন লোক জনশক্তি পার্টি প্রতিষ্ঠাতা তথা কেন্দ্রীয়মন্ত্রী রামবিলাস পাসোয়ান। বয়স হয়েছিল ৭৪ বছর। বাবার মৃত্যুসংবাদ জানিয়ে ট্যুইট করেন চিরাগ পাসোয়ন। তিনি লেখেন, “বাবা, এখন আর আপনি ইহজগতে নেই। তবে আমি জানি আপনি সব জায়গায় আছেন, আমার সঙ্গে আছেন। আপনাকে মিস করব।”
पापा….अब आप इस दुनिया में नहीं हैं लेकिन मुझे पता है आप जहां भी हैं हमेशा मेरे साथ हैं।
Miss you Papa… pic.twitter.com/Qc9wF6Jl6Z— युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) October 8, 2020
নরেন্দ্র মোদি সরকারে ক্রেতাসুরক্ষা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী ছিলেন রামবিলাস। ইউপিএ, এনডিএ দুই আমলেই একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা ছিল তাঁর। দিল্লির হাসপাতালে হৃদযন্ত্রে অস্ত্রোপচার করার পরেই অবস্থার অবনতি হয় কেন্দ্রীয় মন্ত্রীর। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Comments are closed.