Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

এইমস-এ ভর্তি অমিত শাহ, ক্লান্তিজনিত কারণে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে

 বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

২৪ ঘণ্টা পর্যবেক্ষণের জন্য দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ সোমবার রাতে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। AIIMS-এর অধিকর্তা ডা. রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে চিকিৎ‌সকদের একটি দল অমিত শাহের উপর নজরদারি রাখছেন। 

- Sponsored -

কিছুদিন আগে ২ অগস্ট করোনা পজিটিভ হয়ে গুরুগ্রামের এক হাসপাতালে ভর্তি ছিলেন অমিত শাহ। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ১৪ অগস্ট। করোনা-নেগেটিভ হওয়ার খবর নিজেই ট্যুইট করে জানান তিনি। তারপরেই বাড়িতে নিভৃতবাসে ছিলেন তিনি।

সূত্রের খবর, সোমবার রাতে রক্তচাপ খুব বেড়ে যায় অমিত শাহের। একই সঙ্গে ছিল শ্বাসকষ্টও। তারপরই তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা এইমস-এ। হাসপাতাল-প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, ‘গত ৩-৪ দিন ধরে গা-হাত-পা ব্যাথায় ভুগছিলেন অমিত শাহ। ক্লান্ত বোধ করছিলেন। তবে তাঁর কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। পোস্ট কোভিড কেয়ারের যত্ন নেওয়ার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ভালো আছেন। হাসপাতাল থেকেই তিনি তাঁর কাজকর্ম চালাবেন।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.