পাঁপড় খেতে বলে নিজেই করোনা আক্রান্ত, এইমসে ভর্তি কেন্দ্রীয় মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : ‘পাঁপড়’ তত্ত্বে ট্রোলড হওয়া কেন্দ্রীয় ভারী শিল্প এবং সংসসদীয় বিষয়ক মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল করোনা আক্রান্ত। প্রথমবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর আজ দ্বিতীয়বার টেস্টের রিপোর্ট কোভিড পজিটিভ আসায় মন্ত্রীমশাইকে ভর্তি করা হয়েছে নয়াদিল্লির এইমস হাসপাতালে।
#CoronavirusAsOpportunity | Under the Atmanirbhar Bharat, a manufacturer has produced papad with the name 'Bhabhi ji papad' and it will be very helpful in fighting Coronavirus. My best wishes to them and I hope they will succeed," says MoS Arjun Ram Meghwal pic.twitter.com/RZ4sQ1Vd94
— Journalism Untied (@JournalsmUntied) July 24, 2020
জুলাই মাসে একটি ভিডিয়োয় অর্জুনরাম মেঘওয়ালকে বলতে দেখা গিয়েছিল, ‘ভাবিজি পাঁপড় খেলে করোনা পালিয়ে যাবে। এই পাঁপড়ে অ্যান্টিবডি তৈরির ক্ষমতা আছে। ধারেকাছে ঘেঁষতে পারবে না করোনা।’ তারপরই নেটদুনিয়ায় ট্রোলড হয়ে যায় সেই ভিডিয়ো। যা দেখে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেকেই কপাল কুঁচকেছিলেন। এবার সেই মন্ত্রীই কীনা করোনা আক্রান্ত।
कोरोना के शुरूआती लक्षण आने पर मैंने टेस्ट करवाया व पहली जाँच नेगेटिव आने के बाद आज दूसरी जाँच पॉजिटिव आई है।
मेरी तबीयत ठीक है परन्तु चिकित्सकीय सलाह पर AIIMS में भर्ती हूँ। मेरा निवेदन है कि जो लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया अपने स्वास्थ्य का ध्यान रखे ।— Arjun Ram Meghwal (@arjunrammeghwal) August 8, 2020
করোনা আক্রান্ত হওয়ার খবর মন্ত্রী মেঘওয়াল নিজেই ট্যুইট করে জানিয়েছেন। ট্যুইটে তিনি লিখেছেন, “করোনার উপসর্গ ধরা পড়েছে। প্রথমবার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। আজ দ্বিতীয়বার টেস্টের রিপোর্টে কোভিড পজিটিভ এসেছে। আমি ঠিক আছি, এইমসে ভর্তি হয়েছি। আমার অনুরোধ, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের শরীরের খেয়াল রাখুন।”
Comments are closed.