করোনা পরিস্থিতিতে পাঁচ রাজ্যের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
করোনা পরিস্থিতি নিয়ে পাঁচ রাজ্যের স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। রবিবার দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৬৩৩ জন। ফলে দৈনিক সংক্রমণের এই রেকর্ড পরিমাণ বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিন পাঁচ রাজ্যের পাশাপাশি একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মোট ৩৫টি জেলা নিয়েও আলোচনা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।
দেশে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে রেকর্ড পরিমাণ আক্রান্ত, মৃত ও দৈনিক আক্রান্তের সংখ্যা যেসব রাজ্যগুলিতে বেড়ে গেছে চলেছে তাদের সঙ্গে বৈঠক হয়। এদিনের বৈঠকে যোগ দেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, গুজরাত, মহারাষ্ট্র, দিল্লি ও পুদুচেরি। রেকর্ড আক্রান্তের ৩৫টি জেলার মধ্যে এ রাজ্যের রয়েছে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪পরগনা। মহারাষ্ট্রের ১৭টি জেলা রয়েছে সেই তালিকায়। তার মধ্যে রয়েছে পুণে, নাগপুর, মুম্বই, মুম্বই শহরতলি, কোলাপুর, সংলি, নাসিক আম্বেদনগর, রায়গড়, জলগাঁও, সোলাপুর, সাতারা, পালঘর, ঔরঙ্গাবাদ ধুলে এবং নানদের। গুজরাতের মধ্যে রয়েছে সুরাট। ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে পূর্ব সিংভূম এবং দিল্লির মধ্যে রয়েছে ১১টি জেলা।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুর কমিশনার-সহ অন্যান্য আধিকারিকরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, “বৈঠকে উপস্থিত সকলকে জানানো হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কোমর্বিডিটি এবং বয়স্কদের আলাদা করে চিহ্নিত করে এই ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে হবে বলে মনে করছে এবং আরও বেশি করে পরীক্ষার মাধ্যমে আক্রান্তের হার ৫ শতাংশের নীচে নামানোর প্রয়োজন মনে করছে।” জেলাগুলির আক্রান্তের সংখ্যা এবং করোনা ভাইরাসের পরিসংখ্যান তুলে ধরে যাবতীয় ব্যাখ্যা দেন রাজ্যগুলির স্বাস্থ্যসচিবরা।
Comments are closed.