Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ডন দাউদ পাকিস্তানেই, এফএটিএফ-এর চাপে কবুল ইসলামাবাদের

শুভাশিস মণ্ডল

করাচির অভিজাত ক্লিফটন এলাকার সৌদি মসজিদের কাছেই থাকেন মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim Kaskar)। শনিবার পাক সংবাদমাধ্যমে প্রকাশিত এক খবরে কার্যত অভিযোগ স্বীকার করে নিল পাকিস্তান। এর সাথেই ফের প্রমাণ হল ভারতের দাবির সত্যতা। দীর্ঘদিন ধরেই নয়াদিল্লি আন্তর্জাতিক মহলে বলে আসছিল ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূল চক্রী, ভারতে একাধিক জঙ্গি হামলার পিছনে মাথা দাউদ পাকিস্তানের গোপন ডেরায় রয়েছে। পাক সংবাদমাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী, বাণিজ্যনগরী করাচির ‘হোয়াইট হাউস’ নামে বাড়ির মালিক দাউদ ইব্রাহিম কাসকর।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের মতে, আন্তর্জাতিক মহলে চাপের কাছে কার্যত সত্য বলতে বাধ্য হয়েছে ইমরান খান প্রশাসন। দীর্ঘদিন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর ছত্রছায়ায় নিরাপত্তা পেয়েছে দাউদ। এতদিন একথা অস্বীকার করেছে ইসলামাবাদ।

- Sponsored -

বিশ্বজুড়ে আর্থিক তছরুপ ও সন্ত্রাসবাদীদের আর্থিক মদতের মতো ঘটনা রুখতে ১৯৮৯ সালে বিভিন্ন দেশের সরকার ঐক্যবদ্ধ হয়ে তৈরি করে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)। সেই এফএটিএফ সন্ত্রাসে মদত ও আর্থিক সহায়তা দেওয়ার কারণে পাকিস্তানকে ২০১৮ সালে ‘গ্রে লিস্ট’ ঘোষণা করে। ইতিমধ্যেই জঙ্গি গোষ্ঠীগুলিকে নিষ্ক্রিয় করার প্রশ্নে পাক প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চায় এফএটিএফ। সদুত্তর দিতে না পারলে ‘ব্ল্যাক লিস্টেড’ করে দেওয়া হবে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়। এতেই চাপে পড়ে যায় ইমরান খান প্রশাসন। ফলে বিশ্ব অর্থনীতির সব ধরনের আর্থিক সহায়তায় ধীরে ধীরে কোপ পড়তে থাকে পাক অর্থনীতিতে। সেখান থেকে বেরিয়ে আসতেই মোস্ট ওয়ান্টেড দাউদের করাচি-বাসের কথা প্রকাশ্যে চলে আসে। করাচির ক্লিফটন এলাকা ছাড়াও ডিফেন্স হাউসিং অথরিটির ৩০নং রাস্তায় ৩৭নং বাড়ি এবং নুরবাদে প্রাসাদোপম বাড়ির মালিক মুম্বইয়ের ‘ডি-কোম্পানির’পাণ্ডা দাউদ।

সূত্রের খবর, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের চাপে পড়ে শনিবার ৮৮টি নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসলামাবাদ। ৮৮ জনের এই নিষিদ্ধ তালিকায় নাম রয়েছে দাউদ ইব্রাহিম-সহ জামাত-উদ-দাওয়ার হাফিজ সইদ আহমেদ, জইশ-ই-মহম্মদের মহম্মদ মাসুদ আজহার, মুল্লাহ ফজলুল্লাহ, জাকির রেহমান লাখভি, আব্দুল হাকিম মুরদ, মহম্মদ মুজাহিদ মোস্ট ওয়ান্টেডদের নাম। এমনকী তালিকায় যুক্ত করা হয়েছে পাক-আফগান সীমান্তে লুকিয়ে থাকা জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানের সব নেতাদের নামও।

ছবি ঋণ : ইন্টারনেট

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.