Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

টানা ১২দিন লাগামছাড়া মূল্যবৃদ্ধি, কলকাতায় আরও দামি পেট্রোল-ডিজেল

নিজস্ব সংবাদদাতা : বাংলায় পেট্রোল-ডিজেল কি সেঞ্চুরি হাঁকাবে? আম জনতার কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে শনিবারও কলকাতায় বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। টানা ১২ দিন ধরে রেকর্ড ভাঙছে পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি। এদিন কলকাতায় লিটারপ্রতি ৩৭ পয়সা দাম বাড়ল পেট্রোলের। লিটারপ্রতি ৩৭ পয়সা বাড়ল ডিজেলের দাম। মূল্যবৃদ্ধির ফলে শহরে পেট্রোলের দাম হল লিটারপ্রতি ৯১ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম হল লিটারপ্রতি ৮৪ টাকা ৫৬ পয়সা। এই বছরের শুরু থেকে গত দেড়মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৬ টাকা ৫৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ৭ টাকা ১২ পয়সা। গত ৬ মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৮ টাকা ৩৪ পয়সা। লিটারে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৮৭ পয়সা। ফেব্রুয়ারিতে ১৪ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। মধ্যপ্রদেশ ও রাজস্থানে কিছু জায়গায় ইতিমধ্যেই পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। জ্বালানি ও রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছে বাম-কংগ্রেস-তৃণমূল-সহ অবিজেপি দলগুলি।

- Sponsored -

সোমবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। ওই দিন তৃণমূল ছাত্র পরিষদ কলকাতা ও জেলার পেট্রোল পাম্পগুলির সামনে বিক্ষোভ দেখাবে। এলপিজি-র মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার রান্নার গ্যাসের দোকানের সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূলের বঙ্গজননীর কর্মীরা।

শনিবারও পেট্রোপণ্য আর রান্নার গ্যাসের লাগাতার দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বিঁধেছেন কংগ্রেস নেতা অজয় কুমার। শুক্রবারই পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম বাড়ার ফলেই ক্রেতাদের মধ্যেও তার প্রভাব পড়েছে। শীত চলে গেলেই দাম সামান্য কমবে। এটা একেবারেই আন্তর্জাতিক বাজারের ব্যাপার। এই মুহূর্তে চাহিদা চড়া বলে দামও বেশি। শীতকালে এমনটা হয়েই থাকে। শীত শেষে হলেই এটা কমে যাবে।’ কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অজয় কুমারের। শনিবার তাঁর ট্যুইট, ‘পেট্রোল ও এলপিজি কি মরশুমি ফল?’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.