ধোনির চাপে মত বদলে ফেললেন স্বয়ং আম্পায়ার! বিতর্কে মাহি
অমিয় রায়
সিএসকে অধিনায়ককে প্রতিবাদ করতে দেখে আম্পায়ার পল রাইফেল নিজের মত বদল করেন। দু’হাত বের করেও ‘ওয়াইড’ দেননি তিনি। আর তাই শুরু হয়েছে জোর বিতর্ক। ২০১০ সালের পর এই প্রথমবার নিজেদের প্রথম সাত ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছিল সিএসকে । গতকাল না জিততে পারলে টুর্নামেন্টে টিকে থাকাটাই দায় হয়ে যেত মাহি ব্রিগেডের। হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে সেই পরিস্থিতি এড়াতে পেরেছে চেন্নাই। তবে চরম বিতর্কে মাহি। ঘটনাটি ম্যাচের ১৯ তম ওভারের। বল করছিলেন শার্দূল ঠাকুর । আর ব্যাটিংয়ে ছিলেন হায়দরাবাদের রশিদ খান। শার্দূল অফস্ট্যাম্পের বাইরে দিয়ে ইয়র্কার করার চেষ্টা করেন। কিন্তু বলটি ব্যাটসম্যানের থেকে অনেকটাই দূর দিয়ে গিয়েছিল। সেসময় আম্পায়ার ছিলেন পল রাইফেল । যিনি কিনা একইরকম বলে আগেরবার ‘ওয়াইড’ দিয়েছিলেন। এবারেও ওয়াইডের ইশারা করতে যাচ্ছিলেন। দু’হাত বাইরেও বের করছিলেন তিনি। কিন্তু এবারে প্রতিবাদ করেন শার্দূল। স্পষ্টত প্রতিবাদ করতে দেখা যায় ধোনিকে। সিএসকে অধিনায়ককে প্রতিবাদ করতে দেখে আম্পায়ার পল রাইফেল নিজের মত বদল করেন।
ধোনির এই স্বভাব-বিরুদ্ধ আচরণ দেখে স্তম্ভিত নেটদুনিয়া। অনেকে বলছেন, ‘ক্যাপ্টেন কুল ম্যাচ জেতার জন্য আম্পায়ারকে প্রভাবিত করছেন! এটাও দেখতে হচ্ছে।’ কেউ আবার বলছেন, ”ধোনির এই আচরণ করা একেবারেই উচিত হয়নি। আপনি আম্পায়ারের উপর চাপ সৃষ্টি করতে পারেন না। ধোনি ক্রিকেটের থেকে বড় নয়।”
Comments are closed.