ইউক্রেনের স্বপ্নের দৌড়, শেষ আটে শেভচেঙ্কোর দল
সাম্যজিৎ ঘোষ
সুইডেনকে ২-১ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠল ইউক্রেন। ম্যাচের ২৭ মিনিটে ইয়ারমোলেঙ্কোর পাস থেকে জিনচেঙ্কো বল পেয়ে জোরালো শটে এগিয়ে দেন ইউক্রেনকে। তবে ৪৩ মিনিটে সুইডেনের আলেকজান্ডার ইসাকের থেকে বল পেয়ে ২৫ মিটার দূর থেকে বাঁ পায়ের জোরালো শটে সমতা ফেরান এমিল ফর্সবার্গ। বিরতির পরেই গোলের জন্য মরিয়া হয় সুইডেন। এই সময় দু’বার পোস্টে লেগে ফেরে ফর্সবার্গের শট। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে কোনও দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
⏰6⃣9⃣ Forsberg (Sweden) hits the woodwork! #EURO2020 https://t.co/gYI84gwPnv
— UEFA EURO 2020 (@EURO2020) June 29, 2021
৯৮ মিনিটে সুইডেনের মার্কাস ড্যানিয়েলসন ইউক্রেনের আর্তেম বেসেডিনকে ফাউল করে লাল কার্ড দেখেন। শেষ ২২ মিনিট ১০ জনে খেলতে হয় সুইডেনকে। এরপর নাটকীয়ভাবে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে জিনচেঙ্কোর ক্রসে মাথা ছুঁয়ে ইউক্রেনকে জয় এনে দেন আর্তেম দভবিক। এই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠল ইউক্রেন। শেষ আটে তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
Comments are closed.