Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

জয়ের সিলমোহর পেলেন বাইডেন, ক্যাপিটল হিল সংঘর্ষে আমেরিকাকে কটাক্ষ চিনের

নিজস্ব সংবাদদাতা: মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে অবশেষে জয়ের সিলমোহর পেলেন জো বাইডেন। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের দুই কক্ষ সেনেট এবং হাউস অফ রিপ্রেজেনটেটিভস-এর যৌথ অধিবেশনে নির্বাচনী জয়ের শংসাপত্র পেলেন ‘প্রেসিডেন্ট ইলেক্ট’জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের জয়কেও আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আমেরিকার আইনসভা। আগামী ২০ জানুয়ারি আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন বাইডেন। তেসরা নভেম্বরের ভোটে যে জো বাইডেনই জিতেছেন, সেটা এদিন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন মার্কিন উপ-রাষ্ট্রপতি মাইক পেন্স। এরপরেই হার স্বীকার করে নেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ক্যাপিটল হিল সংঘর্ষে ট্রাম্প সমর্থকরা সংসদে ঢুকে পড়ে হাঙ্গামা চালায়, ভাঙচুর করে। মৃত্যু হয় চারজনের। কোনও ভাবে লুকিয়ে থেকে প্রাণ রক্ষা করে জনপ্রতিনিধিরা। হিংসা ছড়ানো সমর্থকদের হয়ে কথা বলায় প্রায় সমস্ত সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট সাময়িক ভাবে ট্রাম্পকে ব্যান করে। ইতিমধ্যে ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন ডেমোক্র্যাটরা । আবার অন্যদিকে হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের একের পর এক কর্তাব্যক্তিরা পদত্যাগ করছেন। ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অফ স্টাফ স্টেফানি গ্রিশাম ও হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি রিকি নিসেটা।

- Sponsored -

এদিকে ক্যাপিটল হিল সংঘর্ষে আমেরিকাকে কটাক্ষ করল চিন। ২০১৯ সালে হংকং-এ সরকার বিরোধী বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীরা লেজিসলেটিভ কাউন্সিল কমপ্লেক্স দখল করে নিয়েছিল। সেই সময় মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি হংকংয়ের বিক্ষোভকে ‘সুন্দর এবং দেখার মতো এক দৃশ্য’ বলে উল্লেখ করেছিলেন। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে রিপাবলিকানদের সংঘর্ষের খবর প্রকাশ পেতেই সেই একই শব্দে আমেরিকাকে বিঁধল চিন। গ্লোবাল টাইমসের তরফে একটি পোস্টে বলা হয়েছে তাঁরা ন্যান্সি পেলোসির সেই সময়ের মন্তব্যকেই আমেরিকার উদ্দেশে ব্যবহার করছে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.