ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে নিযুক্ত দুই মহিলা অফিসার

শুভাশিস মণ্ডল
ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে যুগান্তকারী সিদ্ধান্ত। নৌবাহিনীর যুদ্ধজাহাজে পোস্টিং দুই মহিলা অফিসারের। নৌসেনায় শীঘ্রই যুক্ত হবে ২৪টি এমএইচ-৬০ আর সামরিক হেলিকপ্টার। এই হেলিকপ্টারে পাইলট হিসেবে কাজ করবেন দুই সাব-লেফটেন্যান্ট কুমুদিনী ত্যাগী, রীতি সিং। এতদিন ভারতীয় নৌবাহিনীতে মহিলারা বিভিন্ন পদে কর্মরত থাকলেও যুদ্ধজাহাজে তাঁদের খুব বেশি সময়ের জন্য পোস্টিং দেওয়া হত না। সেক্ষেত্রে এই দুই মহিলাকে সামনের সারিতে এনে নারীর সমানাধিকার ও ক্ষমতায়নে দৃষ্টান্ত স্থাপন করল ভারতীয় নৌবাহিনী। কুমুদিনী এবং রীতিকে নৌবাহিনীর মাল্টি-রোল হেলিকপ্টার অপারেট করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সোমবার কোচিতে আইএনএস গরুড় যুদ্ধজাহাজে এক অনুষ্ঠানের মাধ্যমে সাব-লেফটেন্যান্ট কুমুদিনী ত্যাগী, রীতি সিংয়ের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। কুমুদিনী ও রীতিকে অভিনন্দন জানিয়ে রিয়ার অ্যাডমিরাল অ্যান্টনি জর্জ বলেন, ‘‘এটা ঐতিহাসিক মুহূর্ত। এই প্রথম মহিলাদের হেলিকপ্টার অপারেশনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যার মাধ্যমে যুদ্ধজাহাজে মহিলা অফিসারদের মোতায়েনের সূচনা হল।’’
Comments are closed.