দক্ষিণবঙ্গে আরও দু’দিন ভারী বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর
নিজস্ব সংবাদদাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, ১৯ শে জুন অর্থাৎ শনিবার পর্যন্ত দুর্যোগ কমার কোনও সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত আপাতত চলবে বলে জানা যাচ্ছে।
শনিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত এবং সাগর থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এই ত্রিফলায় বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। এই পরিস্থিতিতে দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৬১.১ মিলিমিটার। বৃষ্টির জেরে গত কয়েকদিন তাপমাত্রাও নেমেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে।
Comments are closed.