শীর্ষ আদালতের নির্দেশ মানল পুণ্যার্থীরা, ছটে বাঁচল দুই সরোবর
নিজস্ব সংবাদদাতা : আদালতের নির্দেশে অবশেষে বাঁচল কলকাতার দুই ফুসফুস রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। জাতীয় পরিবেশ আদালত আগেই নির্দেশ দিয়েছিল দুই সরোবরে কোনওভাবে ছট পুজো করা যাবে না।
উল্লেখ্য, গত বছরের অনভিপ্রেত ঘটনার পর আদালতের এই নির্দেশে দুই সরোবরের নিরাপত্তা বাড়ানো হয়। গত বছর আদালতের নির্দেশ অমান্য করে রবীন্দ্র সরোবরের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে ছট পুজোর আয়োজন করে পুণ্যার্থীরা। বিগত কয়েক বছরের চেনা দৃশ্য এবার দুই সরোবরে ধরা পড়েনি। যদিও গ্রিন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কেএমডিএ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ছট পুজো করার জন্য অনুমতি চেয়ে আবেদন করে। কেএমডিএর আবেদন নাকচ করে হাইকোর্ট জানিয়ে দেয় রবীন্দ্র সরোবরে ছট পুজোর আয়োজন করা যাবে না। হাইকোর্টের রায়ের পরেই সুপ্রিম কোর্টে যায় কেএমডিএ। শীর্ষ আদালত জানিয়ে দেয় গ্রিন বেঞ্চের নির্দেশে কোনওরকম হস্তক্ষেপ করবেন না তারা। পাশাপাশি সুভাষ সরোবরের বিষয়েও কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় ছট পূজা নিষিদ্ধ থাকবে এখানেও।
আদালতের নির্দেশের পরে আজ ছট পুজোয় দেখা যায় পুণ্যার্থীরা দুই সরোবর এড়িয়ে গেছেন। শহরের নানান জায়গায় কৃত্রিম জলাশয় পুজোর রীতিনীতি পালন করেন তারা। এক কথায় বলাই যায় সর্বোচ্চ আদালতের নির্দেশেই শেষ পর্যন্ত বাঁচল পরিবেশ।
Comments are closed.