আসানসোলে গ্যাস ট্যাঙ্কার-৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ২ নম্বর জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষ। এদিন কাল্লা মোড়ে ভোর পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঝাড়খণ্ড থেকে আসানসোলগামী গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে উল্টো দিক থেকে আসা ওষুধ বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় প্রাণ হারান দুই সাইকেল আরোহীও। মৃত দুইজনের নাম সন্তোষ গড়াই এবং রাখহরি গড়াই। দু’জনই পেশায় মাছ বিক্রেতা। সাইকেল চালিয়ে যাওয়ার সময় এই দুই মাছ বিক্রেতাকে বাঁচাতে গিয়েই নাকি ধাক্কা লাগে দু’টি গাড়ির মধ্যে। সংঘর্ষের পরেই দুটি গাড়িতেই আগুন ধরে যায়। ওষুধের গাড়িটি পুরোপুরি ভষ্মীভূত হয়ে যায়। দমকলের তিনটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে জাতীয় সড়ক। দুর্ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসিদের উদ্ধার করেন। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Comments are closed.