Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

অতি বৃষ্টির জের! সেবক-রংপো রেল টানেলে ধসে মৃত ২, আহত ৫

নিজস্ব সংবাদদাতা : কালিম্পং জেলার ভালুখোলার কাছে সেবক-রংপো রেল টানেলে নির্মাণ কাজ চলার সময় দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২ শ্রমিকের। আহত হয়েছেন ৫ জন। জানা গিয়েছে, দার্জিলিয়ের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ করার সময় রাত সাড়ে ১০টা নাগাদ ধসে চাপা পড়ে ৭ শ্রমিক। ব্যাপক বৃষ্টিপাতের জেরেই ধসে পড়ে মাটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে প্রশাসন।

- Sponsored -

ফাইল চিত্র

৭ শ্রমিকের মধ্যে ২ শ্রমিককে মৃত অবস্থায় এবং ৫ শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়ছে। আহত ২ শ্রমিককে শিলিগুড়ির প্যারামাউন্ট হাসপাতালে এবং ৩ জনকে কালিম্পং হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত শ্রমিকরা হলেন সালকু মুর্মু এবং নরেশ সোরেন। এঁরা দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। আহত শ্রমিকদের নাম সুফল হেমব্রম, সকেশ্বর সিংহ, ঠাকুর দাস, অশোক সিং ও কুন্দন সিং। দুর্ঘটনার জেরে টানেলের কাজ বন্ধ রয়েছে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.