মালদা খুনে খুলছে রহস্যের জট! আটক মহম্মদ আসিফের দুই বন্ধু, উদ্ধার অস্ত্রশস্ত্র

নিজস্ব সংবাদদাতা : মালদার কালিয়াচকে বাবা-মা সহ পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় খুলছে রহস্যের জট। অভিযুক্ত মহম্মদ আসিফের দুই বন্ধুকে আটক করল পুলিশ। আটক দুই তরুণের নাম সাবির আলম, মাফুজ আলি। তাদের থেকে উদ্ধার ৫টি সেভেন এমএম পিস্তল, ৮০ রাউন্ড কার্তুজ এবং ১০টি ম্যাগাজিন। তবে তাঁরা খুনের সঙ্গে যুক্ত কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আপাতত তাদের জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসাররা।
গতকালই কালিয়াচকের ১৬মাইলে উদ্ধার হয় একই পরিবারের চার সদস্যর মৃতদেহ। বাড়ির ছোট ছেলে মহম্মদ আসিফ চার মাস আগে খুন করে ঘরে পুঁতে রেখেছিল দেহগুলি। তদন্তকারীরা জানিয়েছেন, পানীয়র মধ্যে ঘুমের ওষুধ দিয়েই অচেতন করার পর খুন করে আসিফ।
Comments are closed.