মণীশ শুক্লা খুনে ভিনরাজ্য থেকে গ্রেফতার দুই ভাড়াটে খুনি

নিজস্ব সংবাদদাতা : বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে সিআইডির জালে দুই ভাড়াটে খুনি। পঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছে বিহারের ছাপড়ার দুই শার্পশুটারকে। ধৃতদের নাম সুজিত যাদব ও রোশনকুমার রাই। লুধিয়ানা থেকে ধৃত ২ দুষ্কৃতীকে ট্রানজিট রিমান্ডে বারাকপুরে আনা হয়েছে। এই ঘটনায় আরও ৪ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে সিআইডি।
গত ৪ অক্টোবর রাতে মণীশ শুক্লা খুন হন টিটাগড় থানার কাছেই। এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছে খুররম, গুলাব শেখ, সুবোধ যাদবকে। সিআইডি সূত্রে খবর, সুবোধের বাড়িতেই ১০–১২ দিন আগে আস্তানা গেড়েছিল সুজিত ও রোশন। বিহার থেকে তারা সড়কপথে কলকাতায় আসে। এই দুই ভাড়াটে খুনিকেই এলাকায় রেকি করার সঙ্গে সঙ্গে মণীশ শুক্লাকেও চিনিয়ে দেওয়া হয়। মণীশ খুনে ব্যবহৃত অস্ত্র বিহার থেকেই তারা নিয়ে এসেছিল বলে দাবি সিআইডি–র। খুন করে তারা বিহারে চলে গেলেও সিআইডি হানার ভয়ে পালিয়ে পঞ্জাবে চলে যায়। সেখান থেকেই তাদের গ্রেফতার করে রাজ্যে আনা হয়।
Comments are closed.