পুকুর খননে উদ্ধার প্রাচীন মূর্তি! কুশমণ্ডিতে পূজাপাঠ গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা : পুকুর থেকে মাটি খনন করার সময় উদ্ধার হল প্রাচীন দুটি মূর্তি। আর এই প্রাচীন দুটি মূর্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের ১ নং আকচা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায়। মূর্তি উদ্ধারের পর স্থানীয় মন্দিরে পূজাপাঠও শুরু করে দেন গ্রামবাসীরা। মন্দির চত্বরে পূজা দিতে ভিড় জমান দূরদূরান্তের মানুষজন।
দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকের ১ নং আকচা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় পুকুর থেকে মাটি খনন করার সময় উদ্ধার প্রাচীন দুটি মূর্তি। pic.twitter.com/Ms3GCZzxaY
— Bengal Fast (@bengal_fast) June 15, 2021
এলাকা সূত্রে জানা যায়, পুকুর খননের জন্য জেসিবি মেশিন নামানো হয়েছিল পুকুরে। জেসিবি দিয়ে পুকুর খুঁড়তে খুঁড়তেই উঠে আসে প্রাচীন দুটি মূর্তি। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে গ্রামের বিভিন্ন দিকে। খবর পেয়ে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই এই পুকুর চত্বরে। ইতিহাস গবেষকরা বলেন দক্ষিণ দিনাজপুর জেলা ঐতিহাসিক নিদর্শনের স্থান। এর আগেও বিভিন্ন এলাকায় এই ধরনের মূর্তি উদ্ধার হয়েছিল।
মঙ্গলবার দুপুর নাগাদ কুশমণ্ডি ব্লকের কৃষ্ণপুর এলাকায় দুটি মূর্তি উদ্ধার হওয়ার পর গ্রামের মানুষেরা মূর্তিগুলোকে উঠিয়ে নিয়ে এসে পুকুরের ধারে থাকা মন্দিরে স্থাপন করেন। খবর পেয়ে কুশমণ্ডি থানার পুলিশ ছুটে আসে মূর্তিগুলিকে উদ্ধার করতে। গ্রামের মহিলা থেকে শুরু করে পুরুষেরা মূর্তিগুলিকে থানায় নিয়ে যেতে বাধা দেয় পুলিশকে। পাশাপাশি তারা জানান এই মুহূর্তে মূর্তিগুলিকে এখানে স্থাপন করে তারা পূজা করবেন।
Comments are closed.