প্রধানমন্ত্রীর ওয়েবসাইটের ট্যুইটার হ্যান্ডল হ্যাকড
নিজস্ব সংবাদদাতা : হ্যাকারদের থাবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের ট্যুইটার অ্যাকাউন্ট। হ্যাক করার পর সেখান থেকে ট্যুইট করে ফলোয়ারদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্যের অনুরোধও করা হয়েছে। ইতিমধ্যে হ্যাকের ঘটনা স্বীকার করেছেন ট্যুইটার কর্তৃপক্ষ।
ট্যুইটারের তরফে জানানো হয়েছে, ‘narendramodi_in নামে মোদির ট্যুইটার অ্যাকাউন্ট থেকে আজ সকালে বেশ কিছু ভুয়ো ট্যুইট ছড়িয়ে পড়ে। আমরা এই বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছি। গোটা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত এই ত্রুটি মেরামত করে ফেলা হবে। তবে এর প্রভাব অন্য কোনও অ্যাকাউন্টে পড়েছে কিনা আমরা নিশ্চিত নই।’
narendramodi_in নামে ২০১১-তে খোলা ওই ট্যুইটার হ্যান্ডলে রয়েছে ২৫ লক্ষাধিক ফলোয়ার। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই ট্যুইটার ব্যবহার করেন মোদি। পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে দ্রুত। সোশ্যাল মিডিয়াকে বরাবরই পছন্দ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তাও বেশ ভাল।
Comments are closed.