Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বামেদের ডাকা ১২ ঘণ্টার বনধে মিশ্র সাড়া, কলকাতায় স্বাভাবিক জনজীবন

নিজস্ব সংবাদদাতা: বামেদের ডাকা ১২ ঘণ্টার হরতালে মিশ্র প্রভাব পড়ল রাজ্যে। কলকাতায় জনজীবন মোটের ওপরে স্বাভাবিক থাকলেও জেলায় জেলায় আংশিক প্রভাব পড়েছে। জায়গায় জায়গায় রেল এবং সড়ক অবরোধে সামিল হয় বন্‌ধ–সমর্থকরা।

কলকাতায় মৌলালি, এন্টালি বাজারের সামনে বনধ সমর্থকরা রাস্তা বন্ধ করে টায়ার জ্বালায়। জেলায় জেলায় এই ছবিটা ছিল আরও স্পষ্ট। এদিন টায়ার জ্বালিয়ে বাম ও কংগ্রেসের পক্ষ থেকে যৌথভাবে বন্ধ পালন।

- Sponsored -

মুর্শিদাবাদের কান্দিতে বনধের সমর্থনে টায়ার আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাম ও কংগ্রেসকর্মীরা। বহরমপুর সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় কান্দি বাসস্ট্যান্ড চত্বরে।

ধর্মঘটের দিন সকাল থেকেই মিশ্র প্রভাব লক্ষ্য করা যায় শিলিগুড়ি শহরজুড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পথে নামে ধর্মঘটীরা। এদিন জেলা বামফ্রন্ট দলীয় কার্যালয়ের সামনে পথ চলতি গাড়ি আটকে দেয় বাম ছাত্র যুব সংগঠনের সমর্থকেরা। ফলে হিলকার্ড রোড দিয়ে যানচলাচল বন্ধ থাকে কিছুক্ষণ। পরে অবশ্য শিলিগুড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে আটকে পড়া গাড়িগুলি সরিয়ে দেয় হিলকার্ড রোড থেকে।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন জোর করে বনধ পালনে বাধ্য করার অভিযোগে ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, জেলায় জেলায় একাধিক জনকে গ্রেফতার ও আটক করা হয়েছে। এদিকে ১২ ঘণ্টার বনধ সে ভাবে সফল না হওয়ায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রচারের ঘাটতির কথা বলেছেন। তবে এদিন জোর করে বনধ পালন করতে গিয়ে যথেষ্ট সমলোচিতও হতে হয়েছে তাদের।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.