Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

Trump-Putin talk on ending Russia-Ukraine war: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

নিজস্ব প্রতিনিধি: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার কথা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের দাবি, অবিলম্বে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবে রাশিয়া এবং ইউক্রেন। প্রতি সপ্তাহে গড়ে ৫০০০ তরুণ সৈনিকের মৃত্যু হচ্ছে। আমরা এটা থামানোর চেষ্টা করছি।

- Sponsored -

এদিকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ট্রাম্পকে আশ্বস্ত করেছেন পুতিন। তবে এ ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট শর্ত দিয়েছেন তিনি। যুদ্ধবিরতির শর্ত হিসেবে আন্তর্জাতিক ভাবে ‘ইউক্রেনের ভূখণ্ড’ হিসেবে স্বীকৃত ক্রিমিয়া এবং ডনবাসে রুশ দখলদারি বজায় রাখার বার্তা দিয়েছেন পুতিন। এরপরেই রাশিয়ার সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Trump-Putin talk on ending Russia-Ukraine war

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Leave A Reply