Trump warns against staying in America illegally: ভিসার মেয়াদ শেষ হয়েও আমেরিকায় থাকলে ভারতীয়দের বিরুদ্ধে ব্যবস্থা
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও এবার আমেরিকায় থাকলে ভারতীয়দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ট্রাম্প প্রশাসন।

সায়নী মণ্ডল: প্রবাসী ভারতীয়দের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও এবার আমেরিকায় থাকলে ভারতীয়দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ট্রাম্প প্রশাসন।
শনিবার এই ইস্যুতেই নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ‘মার্কিন ভিসায় যে সময়সীমা উল্লেখ করা হয়েছে, তার চেয়ে বেশি সময় যদি কেউ আমেরিকায় থাকেন তাহলে অভিযুক্তকে নির্বাসিত করা হবে।’ শুধু তাই নয় আরও জানানো হয়েছে, এই ধরনের অপরাধে অভিযুক্তের আমেরিকায় প্রবেশ চিরজীবনের জন্য নিষিদ্ধ হতে পারে। এই নির্দেশিকা সকল ভারতীয়ের জন্য প্রযোজ্য হবে। তা সে পর্যটন হোক বা পড়তে যাওয়ার জন্য পাওয়া ভিসা।
Trump administration to take strict action against Indians staying in US after visa expires