‘অজগর, কেউটে, কোবরা নয়, সবচেয়ে বিষধর বিজেপি’! পুরুলিয়ার জনসভায় হুঁশিয়ারি মমতার

নিজস্ব সংবাদদাতা: পুরুলিয়ার হুটমোড়ার সভা থেকে ফের একবার বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, ‘‘মাওবাদীরা তো অস্ত্র ফেলে মূল স্রোতে ফিরেছেন। আমরা তাঁদের চাকরি দিয়েছি। যাঁরা পাননি তাঁরাও পাবেন। কিন্তু বিজেপি মাওবাদীদের চেয়েও ভয়ঙ্কর। বাঁশ হয়ে ঢুকবে, ফালি হয়ে বেরোবে। অজগর, কেউটে, কোবরা নয়, সবচেয়ে বিষধর বিজেপি। এক ছোবলেই শেষ। ধরে, গিলে খেয়ে, হজম করে পালাবে।’’
এদিন পুরুলিয়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “বিজেপিকে একদম ওদের বিশ্বাস করবেন না। লোকসভা নির্বাচনে মিথ্যা কথা বলে ভোট নিয়ে পালিয়ে গেল। যখন নির্বাচনের সময় বিজেপি নেতারা আসবেন, তাড়িয়ে দেবেন। ভোটের সময়ই শুধু বাংলার কথা মনে পড়ে বিজেপির। অথচ বাংলাটাও ঠিক করে বলতে পারে না। বলে বঙ্গাল। মুখে বঙ্গাল, বিজেপি ভোটের জন্য কাঙ্গাল।”
পাশাপাশি সংবাদমাধ্যমের একাংশকে বিঁধে তৃণমূলনেত্রী বলেন, “বাংলায় সংবাদমাধ্যমকে কাজে লাগাচ্ছে। সাংবাদিকদের দোষ দেব না। সত্যকে মিথ্যে বলতে বাধ্য করছে। ফেক ভিডিয়ো ছড়াচ্ছে বিজেপি।”
Comments are closed.