Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

হাতরাসের পথে আটকে দেওয়া হল তৃণমূল প্রতিনিধি দলকেও

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

হাতরাসে নির্যাতিতার বাড়ি যাওয়ার পথে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকে দিল উত্তরপ্রদেশ প্রশাসন। ১৪৪ ধারা জারি থাকায় তাঁদের আটকে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে। এদিনের প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, মমতাবালা ঠাকুর। নির্যাতিতার বাড়ি থেকে ১.৫ কিলোমিটার দূরে আটকে দেওয়া হয় তাঁদের। এরপর সেখানে পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি হয় তৃণমূল কংগ্রেস নেতাদের। সেখানেই ধর্নায় বসে পড়েন তাঁরা।

- Sponsored -

তৃণমূলের তরফে জানানো হয়েছে, তাঁরা আলাদাভাবে হাতরাসে নির্যাতিতার বাড়ি যাচ্ছিলেন। দলের এক সংসদ বলেন, “আমরা সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানতে যাচ্ছিলাম। সমস্ত নিয়ম মেনে আমরা আলাদাভাবে যাচ্ছিলাম। আমাদের হাতে কোনও অস্ত্র ছিল না। তাহলে কেন আমাদের আটকে দেওয়া হল? একটি নির্যাতিতা পরিবারের সঙ্গে সাংসদদের দেখা করতে দেওয়া হচ্ছে না, এটা কি ধরনের জঙ্গলরাজ চলছে?” বাকি ১.৫ কিলোমিটার পথ তাঁরা হেঁটেই নির্যাতিতার বাড়ি যাবেন বলে পুলিশকে জানিয়েছেন তৃণমূল নেতারা।

হাতরাসের নির্যাতিতার বাড়ি যে এলাকায়, সেখানে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন রাহুল গান্ধি, যদিও তাঁকে আটকে দেয় প্রশাসন। তাঁকে আটক করে পুলিশ, পরে অবশ্য ছেড়েও দেওয়া হয়। এমনকী হাতরাসে নির্যাতিতার এলাকায় সংবাদমাধ্যমের গতিবিধি আটকানো হয়েছে। ফলে কার্যত কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে নির্যাতিতার পরিবার। আজ বিকেলে হাতরাসের নির্যাতিতার বিচারের দাবিতে ইন্ডিয়া গেটে নাগরিক বিক্ষোভ হাওয়ার কথা। সব মিলিয়ে হাতরাসের ঘটনায় ফের একবার নির্ভয়া কাণ্ডের ছায়া দেখছেন অনেকেই।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.