ঝঞ্ঝাবিধ্বস্ত গোসাবায় ত্রাণ পৌঁছে দিল হাওড়ার তৃণমূল কংগ্রেস কর্মীরা

নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত দক্ষিণ ২৪পরগনার মানুষজনদের ত্রাণ পৌঁছে দিল দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের ৪৬নং ওয়ার্ডের কর্মীরা। মূলত ঝঞ্ঝাবিধ্বস্ত গোসাবার ঝাওখালি, সোনাগাঁ, সোনাগাঁ-৯, সোনাগাঁ-১১ ব্লকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হল। বুধবার জলপথে মোট ৩৫০ জনেরও বেশি মানুষদের হাতে তুলে দেওয়া হল মুড়ি, চিঁড়ে, গুড়, বিস্কুট, ডিম, কলা, কেক ও মিষ্টি। বিতরণ করা হল হাওড়ার পুরনিগমের ৪৬নং ওয়ার্ডের মন্দিরপাড়া, সুলতানপুর, রায়পাড়া থেকে সংগ্রহ করা পুরনো জামাকাপড়ও।
ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত দক্ষিণ ২৪পরগনার মানুষজনদের ত্রাণ পৌঁছে দিল দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের ৪৬নং ওয়ার্ডের কর্মীরা pic.twitter.com/yr3jhBrlCS
— Bengal Fast (@bengal_fast) June 3, 2021
দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরি, হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়, দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মুখার্জি এবং ৪৬নং ওয়ার্ড তৃণমূল সভাপতি তপন ঘোষের তত্ত্বাবধানে এ কাজ করেছে ৪৬নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। গত ৩ থেকে ৪ দিন এলাকার মানুষজনদের থেকে পুরনো জামাকাপড় এবং শুভানুধ্যায়ীদের সহায়তায় নানান খাদ্যদ্রব্য সংগ্রহ করা হয়। সেইসব দ্রব্যাদি একত্রিত করে গোসাবার দুর্গম এলাকায় পাড়ি দেয় তৃণমূল কংগ্রেসের ১২জনের দল। বুধবার প্রতিনিধি দলের অন্যতম জয়ন্ত দেবনাথ ও দীপক দে’র নেতৃত্বে ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গোসাবায় পৌঁছে দেওয়া হল সেই ত্রাণসামগ্রী।
জয়ন্ত দেবনাথের কথায়, ‘আমরা কল্পনা করতে পারব না ক্ষতিগ্রস্ত মানুষদের কী অবস্থা সেখানে! মানুষজন আজ বড় নিরুপায়। গোসাবা এলাকায় আমরা চেষ্টা করেছি সামান্য কিছু ত্রাণ পৌঁছে দিতে। আগামী দিনেও আমাদের এ কাজ জারি থাকবে। ৪৬নং ওয়ার্ডের জনগণ এবং দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেস নেতৃত্বের স্বতঃস্ফূর্ততা আমাদের এ কাজ করতে আরও তাগিদ দিয়েছে।’
উল্লেখ্য, গত ২৬ মে বুধবার সকাল ৯টা থেকে প্রায় তিন ঘন্টা ধরে চলে ইয়াসের ল্যান্ডফল প্রক্রিয়া। কলকাতা শহর বাঁচলেও ক্ষতিগ্রস্ত হয় দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৫ লক্ষ ঘর ভেঙে গিয়েছে জলের তোড়ে। ভেঙে গিয়েছে ১৩৪টি নদীবাঁধ।
Comments are closed.