Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

একযোগে কাজ করার বার্তা দলনেত্রীর, শুভেন্দু-অভিষেকের বৈঠকের পর বরফ গলার ইঙ্গিত

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেসের সঙ্গে শুভেন্দু অধিকারীর টানাপোড়েনের সম্পর্কের কি ইতি ঘটতে চলেছে? মঙ্গলবার রাতে উত্তর কলকাতা শ্যামবাজারের কাছে একটি বাড়িতে শুভেন্দু এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলা টানা দু’ঘণ্টার বৈঠকের পর এমনই সূত্র মিলতে চলেছে রাজনৈতিক মহলে। গোপন বৈঠকের পর তৃণমূল শীর্ষ নেতৃত্বের দাবি, সমস্যা মিটে গিয়েছে। সূত্রের খবর, বৈঠক চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলিয়ে দেন শুভেন্দু অধিকারীর। মমতা একসঙ্গে কাজ করার বার্তা দেন শুভেন্দুকে।

- Sponsored -

শ্যামবাজারের বাড়িতে সন্ধে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা বৈঠকে শুভেন্দু-অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের দুই বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়। ছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। দুই নেতার টানাপোড়েনের মাঝে মধ্যস্থতাকারী বর্ষীয়ান সৌগত রায় বৈঠক শেষে জানান, “আমরা সকলেই দলকে ভালবাসি। সকলের দল করতে চাই একসঙ্গে। আলোচনায় বসার জন্য আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে ডেকেছিলাম। দু’জনে একসঙ্গে বসার প্রয়োজন ছিল। সেটা হওয়ায় সব মিটে গিয়েছে। বৈঠক ভালই হয়েছে।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.