Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

নন্দীগ্রামে মমতা, ঘাসফুলের হয়ে ভোট যুদ্ধে তারকা ও প্রাক্তন আমলা

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর প্রথম পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার কালীঘাটের দলীয় কার্যালয় থেকে ২৯১ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচনে কালিম্পং, কার্শিয়াং ও দার্জিলিং এই ৩টি আসন মোর্চা প্রার্থী দেবে। তাঁরা তৃণমূলকে সমর্থন করবে। সাংবাদিক বৈঠকে ঘোষণা নেত্রীর। পাশাপাশি ৮০ বছরের ঊর্ধ্বে কোনও ব্যক্তিকে প্রার্থী করা হচ্ছে না বলেও জানান তিনি। বিধান পরিষদ তৈরি করে পূর্ণেন্দু বসু, রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও অমিত মিত্রকে পরিষদের সদস্য করা হবে বলেও জানান মমতা। এদিনের সাংবাদিক বৈঠকে নেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সৌগত রায়।

এক নজরে প্রার্থী তালিকা :

নন্দীগ্রাম- মমতা বন্দ্যোপাধ্যায়
ভবানীপুর- শোভনদেব চট্টোপাধ্যায়
প্রত্যাশা মতো এবারের নির্বাচনে টলিপাড়ার একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে তৃণমূল
আসানসোল দক্ষিণ- সায়নী ঘোষ (অভিনেত্রী)
বারাকপুর- রাজ চক্রবর্তী (পরিচালক)
রাজারহাট-গোপালপুর- অদিতি মুন্সি (কীর্তন শিল্পী)
বাঁকুড়া- সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (অভিনেত্রী)
মেদিনীপুর টাউন- জুন মালিয়া ( অভিনেত্রী)
চন্দননগর-ইন্দ্রনীল সেন (সংগীত শিল্পী)
বারাসাত- চিরঞ্জিৎ চক্রবর্তী (অভিনেতা)
উলুবেড়িয়া পূর্ব- বিদেশ বোস (ফুটবলার)
ঝাড়গ্রাম- বীরবাহা হাঁসদা (অভিনেত্রী)
সোনারপুর দক্ষিণ- লাভলি মৈত্র (অভিনেত্রী)
চণ্ডীপুর- সোহম চক্রবর্তী (অভিনেত্রী)
কৃষ্ণনগর (উত্তর)- কৌশানী মুখোপাধ্যায় (অভিনেত্রী)
শিবপুর- মনোজ তিওয়ারি (ক্রিকেটার)

- Sponsored -

সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম থাকলেও আসন্ন নির্বাচনে টিকিট পেলেন না অভিনেতা মানালি দে ও রণিতা দাস। প্রার্থী তালিকায় নাম নেই দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, তৃণাঙ্কুর ভট্টাচার্যেরও। যদিও তৃণমূলনেত্রী জানিয়েছেন, এবার দলের অনেক বিশ্বাসযোগ্য নেতাকেই প্রার্থী করা হয়নি। অমিত মিত্র ও পূর্ণেন্দু বসুর সঙ্গে বিধান পরিষদে থাকবেন প্রার্থী তালিকা থেকে বাদ পড়া নেতারা। প্রার্থী তালিকায় গুরুত্ব দেওয়া হয়েছে মহিলা, তফসিলি ও তফসিলি উপজাতিদের। তালিকায় রয়েছে ৫০ জন মহিলা, তফসিলি ও তফসিলি উপজাতির প্রার্থীরা। তালিকায় রয়েছে বহু নতুন মুখ, নির্বাচনী লড়াইয়ের মাঠে নামছেন প্রাক্তন আমলারাও।

জোড়াসাঁকো- বিবেক গুপ্তা (প্রাক্তন আমলা)
ডেবরা- হুমায়ুন কবির (প্রাক্তন পুলিশকর্তা IPS)
শিলিগুড়ি থেকে তৃণমূলের নতুন প্রার্থী ওমপ্রকাশ মিশ্র
কুমারগ্রাম থেকে তৃণমূলের নতুন প্রার্থী লিওস কুজুর
কালচিনি থেকে প্রার্থী নবাগত পাসাং লামা
বাদুড়িয়া থেকে তৃণমূলের নয়া প্রার্থী কাজি আবদুল রহিম
খড়দহ থেকে ঘাসফুলের নয়া প্রার্থী কাজল সিনহা
বলাগড়ে তৃণমূলের নয়া প্রার্থী মনোরঞ্জ ব্যাপারি
বেহালা পূর্বের নতুন প্রার্থী রত্না চট্টোপাধ্যায়
আরামবাগে নতুন প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ
দুর্গাপুর পশ্চিমের প্রার্থী বিশ্বনাথ পারিয়াল
শ্রীরামপুর থেকে তৃণমূলের নতুন প্রার্থী ডা. সুদীপ্ত রায়

শুক্রবারের সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা প্রকাশের দলনেত্রীর ঘোষণা, ৯ মার্চ দুপুর দু’টোয় নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল। ওইদিনই নন্দীগ্রাম যাবেন তৃণমূল সুপ্রিমো। ১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন তিনি। এদিন বাংলার মানুষের সমর্থন প্রার্থনা করে নেত্রীর দাবি, বাংলার মানুষই বাংলা শাসন করবে। আসন্ন নির্বাচনে নবীন-প্রবীনের মেলবন্ধনে প্রার্থী তালিকা তৈরি করেছে ঘাসফুল শিবির। নির্বাচনের ময়দানে পোরখাওয়া নেতাদের সঙ্গে লড়াইয়ে নামছে তরুণ-তুর্কিরাও। এখন তৃতীয়বার নবান্ন দখল করতে এই নবাগতরা নেত্রীকে কতটা শক্তি জোগাবে তা বলবে নির্বাচনী ফলাফল।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.