Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

অস্তমিত উড়ন্ত শিখ! দেশজুড়ে ট্যুইটবার্তায় স্মরণ মিলখাকে

নিজস্ব সংবাদদাতা : কোভিডে আক্রান্ত হওয়ার পর ৩০ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। বয়স হয়েছিল ৯১ বছর। শুক্রবার রাতে চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া দেশজুড়ে। শোকপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শচীন তেণ্ডুলকর, পিটি ঊষা, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ফারহান আখতার, তাপসী পান্নু, প্রিয়াঙ্কা চোপড়া-সহ আরও অনেকে।

কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিংয়ের প্রয়াণে ট্যুইটবার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘ক্রীড়াব্যক্তিত্ব মিলখা সিংয়ের প্রয়াণে হৃদয় ভারাক্রান্ত। তাঁর সংগ্রাম এবং চরিত্রের শক্তির গল্পটি ভারতীয় প্রজন্মকে প্রেরণা জাগিয়ে তুলবে। তাঁর পরিবারের সদস্য এবং অগণিত ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা।’

শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘মিলখা সিংহের প্রয়াণে আমরা এক বিশাল ক্রীড়াবিদকে হারালাম, যিনি দেশের স্বপ্নকে ধরতে পেরেছিলেন। অসংখ্য ভারতীয়র হৃদয়ে বিশেষ স্থান অধিকার করেছিলেন তিনি। তাঁর ব্যক্তিত্ব তাঁকে কোটি কোটি মানুষের মনে জায়গা করে দিয়েছিল। তাঁর প্রয়াণে গভীর শোকাহত।’

মিলখার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে তিনি  লেখেন, ‘ভারতের কিংবদন্তি ক্রীড়াবিদ, উড়ন্ত শিখ, মিলখা সিংহের প্রয়াণে দেশ শোকাহত। বিশ্বের ক্রীড়াজগতে তাঁর অনেক অবদান রয়েছে। তাঁর পরিবারকে আমার সমবেদনা।’

উড়ন্ত শিখের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। টুইটে তিনি লেখেন, ‘আমি প্রতিজ্ঞা করছি আমরা আপনার শেষ ইচ্ছে পূরণ করব। ভারত একজন নক্ষত্রকে হারাল। মিলখা সিংহ আমাদের ছেড়ে গেলেও প্রত্যেক ভারতীয়কে উদ্বুদ্ধ করবেন। তাঁর পরিবারকে আমি সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করছি।’

- Sponsored -

মিলখা সিংয়ের প্রয়াণে শোকজ্ঞাপন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘মিলখা সিংহের প্রয়াণে শোকস্তব্ধ। তিনি একজন কিংবদন্তি ক্রীড়াবিদ ছিলেন। তিনি সব সময় আমাদের হৃদয়ে থাকবেন। তাঁর পরিবার, প্রিয়জন ও ভক্তদের সমবেদনা জানাই।’

শোকপ্রকাশ করেছেন মাস্টার ব্ল্যাস্টার শচীন তেণ্ডুলকর। ট্যুইটে তিনি লিখেছেন, ‘শান্তিতে থাকুন উড়ন্ত শিখ মিলখা সিংহ। আপনার মৃত্যু প্রত্যেক ভারতবাসীর মনে ছাপ রেখে গেল। তবে আগামী অনেকগুলো প্রজন্মকে উদ্বুদ্ধ করবেন আপনি।’

ট্যুইটে ভারতের অন্যতম মহিলা দৌড়বিদ পিটি ঊষা লেখেন, ‘আমার অনুপ্রেরণা চলে যাওয়াতে শোকাহত। তাঁর জেদ এবং কঠিন পরিশ্রম লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে এবং দেবেও। আমার স্কুলের তরফ থেকে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য।’

কিংবদন্তি দৌড়বিদের প্রয়াণে ট্যুইটে শোকজ্ঞাপন করেছেন বিগ-বি অমিতাভ বচ্চন। বিগ-বি লেখেন, ‘গভীর ভাবে শোকাহত। ভারতের গর্ব, দারুণ দৌড়বিদ, আরও ভাল মানুষ, মিলখা সিংহ চলে গেলেন।’

মিলখার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শাহরুখ খান। ট্যুইটে তিনি লিখেছেন, ‘উড়ন্ত শিখ হয়তো শারীরিকভাবে আর আমাদের মধ্যে থাকলেন না, কিন্তু তাঁর উপস্থিতি সবসময়ে আমাদের মধ্যে বেঁচে থাকবে। উনি আমার মতো আরও লাখ লাখ মানুষের জীবনে অনুপ্রেরণা ছিলেন। আপনার আত্মার শান্তি কামনা করি।’

মিলখার বায়োপিকে অভিনয় করা ফারহান আখতার ট্যুইটারে লিখেছেন, ‘প্রিয় মিলখাজি, আমি এখনও মেনে নিতে পারছি না যে আপনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমার এই একগুঁয়েমি হয়তো আপনার কাছ থেকেই পেয়েছি। তবে এটাই সত্যি যে আপনার অস্তিত্ব রয়ে যাবে চিরকাল। আপনার মতো বিশাল হৃদয়ের মানুষ, ভালবাসার মানুষ আমি দেখিনি। আপনি বরাবর মাটির কাছাকাছি থেকেছেন। পথ দেখিয়েছেন, স্বপ্নের প্রতিনিধিত্ব করেছেন। পরিশ্রম, সততা আর একাগ্রতায় ভর করে একজন মানুষ কোন উচ্চতায় উঠতে পারে তা দেখিয়েছেন আপনি।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.