Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

গান্ধি জয়ন্তীতে মেদিনীপুর ড্যান্সার্স ফোরামের উদ্যোগে চারাগাছ রোপণ

নিজস্ব সংবাদদাতা : গান্ধি জয়ন্তীতে চারাগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল মেদিনীপুর ড্যান্সার্স ফোরামের উদ্যোগে। চলতি বছরে ভয়াবহ আমফান‌ ঝড়ে সুন্দরবন-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় অনেক গাছ নষ্ট হয়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে মেদিনীপুর ড্যান্সার্স ফোরাম সারা বছর ধরে মেদিনীপুর শহর ও শহর সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করার কর্মসূচি গ্রহণ করেছে।

গত বাইশে শ্রাবণ শান্তিনিকেতনের প্রথা মেনে মেদিনীপুর শহরের ঐতিহ্যমণ্ডিত রবীন্দ্র নিলয়ে দুটি মূল্যবান গাছ রোপণ করে এই কর্মসূচির শুভারাম্ভ হয়েছিল। সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে গান্ধি জন্মজয়ন্তী উপলক্ষে মেদিনীপুর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নজরগঞ্জের রয়াল অ্যাকাডেমি ও সিপাইবাজারের বিদ্যাসাগর শিশু নিকেতনের প্রাথমিক বিভাগ প্রাঙ্গণে চারাগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশপাশি সংগঠনের তরফে মেদিনীপুর শহরের গান্ধি মোড়ে মহাত্মা গান্ধির মূর্তিতে মাল্যদান করা হয়।

- Sponsored -

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রয়াল অ্যাকাডেমির অধ্যক্ষ সত্যব্রত দোলই, বিদ্যাসাগর শিশু নিকেতনের (প্রাথমিক) প্রধানশিক্ষিকা শবনম দত্ত, ফোরামের সম্পাদক রাজনারায়ণ দত্ত, সহ-সম্পাদক রাজীব খান, শমীক সিংহ, সহ-সভাপতি সোমা চট্টরাজ, কোষাধ্যক্ষ ঈশিতা চট্টোপাধ্যায়, অফিস সম্পাদক শতাব্দী গোস্বামী চক্রবর্তী, সহ-কোষাধ্যক্ষ শ্রাবণী দত্ত, সদস্যা সহেলী খান বেরা, ত্রিপর্ণা ভট্টাচার্য, সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, সংস্কৃতিপ্রেমী নিতাই রক্ষিত, শিবপ্রসাদ গোস্বামী, দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ ও অন্যান্য বিশিষ্টজনেরা।

উল্লেখ্য বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ পূর্তির স্মরণে চারা গাছ রোপণের জন্য বিদ্যাসাগর শিশু নিকেতন ক্যাম্পাসকে ফোরামের পক্ষ থেকে বিশেষভাবে নির্বাচিত করা হয়েছিল এবং এদিন এই ক্যাম্পাসে সংগঠনের তরফে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.