‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব’, বাস মালিকদের সঙ্গে বৈঠকে ভাড়া বৃদ্ধি নিয়ে বললেন পরিবহন মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা: আগে বাস নামানো হোক। বাস ভাড়া বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করা হয়েছে। বাস মালিকদের সঙ্গে বৈঠকে জানালেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।
পেট্রোপণ্যের অত্যাধিক দামবৃদ্ধির ফলে বাস ভাড়া না বাড়ালে পথে নামবে না বেসরকারি বাস। জানিয়েছিল বাস সংগঠনগুলি। সেই জট কাটাতে বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে ছিলেন স্বর্ণকমল সাহা-সহ বাস মালিক সংগঠনের অন্যান্য কর্তারা।
বৈঠক শেষে পরিবহণমন্ত্রী বলেন, ‘আমরা অবিলম্বে রাস্তায় বাস নামাতে বলেছি। তার পরে ভাড়া নিয়ে ভাবনা চিন্তা করা হবে। ওঁরা প্রস্তাব দিয়েছেন। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলব।’’
Comments are closed.