ফের টর্নেডোর হানা, দেড় মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সাগরদ্বীপ এলাকা
মানালি মণ্ডল
দেড় মিনিট ধরে চলা টর্নেডোর প্রভাবে লণ্ডভণ্ড সাগরদ্বীপ (Sagardwip) এলাকা। এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম সংলগ্ন এলাকায় সকাল সাড়ে দশটা নাগাদ মিনি টর্নেডো ঝড় দেখা যায়। এই ঝড়ে সাগর পঞ্চায়েত সমিতির কটেজের টিনের চাল উড়ে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সূত্রে খবর, পাশাপাশি ভেঙেছে ৩-৪টি অস্থায়ী দোকান। ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। টর্নেডোর দুর্যোগের খবর পেয়েই ঘটনাস্থলে যায় জেলা প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা। উদ্ধার কাজে দ্রুত হাত লাগায় প্রশাসন।
ফের টর্নেডোর হানা, দেড় মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সাগরদ্বীপ এলাকা pic.twitter.com/FgCF2cgNgI
— Bengal Fast (@bengal_fast) September 20, 2021
যে এলাকায় ঝড়টি হয়েছে তার ঠিক কিছুটা দূরে কপিল মুনির আশ্রম। স্থানীয়দের দাবি, প্রায় ১০ ফুট ব্যাসার্ধ নিয়ে স্থলভাগেই দাপিয়ে বেড়ায় এই টর্নেডো। তবে কপিল মুনির আশ্রমে কোনও প্রকার ক্ষতি হয়নি। অতিথি আবাসে আটকে থাকা কয়েকজন পর্যটককে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
Comments are closed.