দেশে ফিরে প্রাণ ভরে পিৎজা খেলেন মীরাবাই চানু

সাম্যজিৎ ঘোষ
টোকিও অলিম্পিকে ৪৯ কেজি বিভাগে ভারোত্তলনে রুপো জয়ের পর মীরাবাই চানু বলেছিলেন, ‘এবার সবার আগে পিৎজা খেতে চাই। অনেকদিন খাইনি। প্রচুর পিৎজা খাব।’ অলিম্পিক প্রস্তুতির জন্য খাওয়ার ব্যাপারে কঠোর শৃঙ্খলা মেনে চলতে হয়েছিল চানুকে। ২১ বছর পর ভারোত্তোলনে পদক জয়ের পর পিৎজার শখ মেটালেন গেমস ভিলেজেই।
She was withholding her desire to eat Pizza to maintain her weight in 49kg Weightlifting for the Olympics!
Now, @mirabai_chanu has freedom to fully enjoy pizza 🍕till she starts her training for next Championship.#Cheer4India at the #Tokyo2020 https://t.co/LrGOivcAkc pic.twitter.com/ZnUlVDQt2c— Kiren Rijiju (@KirenRijiju) July 26, 2021
কর্ণম মালেশ্বরীর পর ভারতের দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিকে পদক জিতেছেন মীরাবাই চানু। দেশে ফেরার পর নয়াদিল্লিতে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানেও পিৎজা খেতে দেখা গেল চানুকে। ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও। চানুর সঙ্গে পিৎজা খাওয়ার ছবিও টুইটারে শেয়ার করেছেন রিজিজু।
Comments are closed.