দুরন্ত লড়াই, পুরুষদের টেবল টেনিসে তৃতীয় রাউন্ডে শরথ কমল

সাম্যজিৎ ঘোষ
টোকিও অলিম্পিকে পুরুষদের টেবল টেনিসে তৃতীয় রাউন্ডে উঠলেন শরথ কমল। পর্তুগালের থিয়াগো অ্যাপোলোনিয়াকে ৪-২ সেটে পরাজিত করেন তিনি। প্রথম গেমে ধাক্কা খাওয়ার পর ঘুরে দাঁড়ান শরথ কমল। পরপর দুটি গেম জিতে নেন। এরপর চতুর্থ গেমে লড়াই করে হারার পর ফের ঘুরে দাঁড়ান শরথ কমল। পঞ্চম ও ষষ্ঠ গেম জিতে ম্যাচ পকেটে পুরে নেন এই ভারতীয় প্যাডলার। ৩৯ বছর বয়সি শরথ কমলের এটা তৃতীয় অলিম্পিক। টেবল টেনিসে এই প্রথম কোনও ভারতীয় তৃতীয় রাউন্ডে উঠলেন। শরথ কমলের পরের প্রতিদ্বন্দ্বী চিনের কিংবদন্তি মা লং।
Comments are closed.