মেট্রোয় ফিরছে টোকেন, বাড়ছে ট্রেনও
নিজস্ব সংবাদদাতা : অবশেষে মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী ১৫ মার্চ থেকে মেট্রো রেলে ফের চালু হচ্ছে টোকেন পরিষেবা। ১৮২ দিন শেষে যাত্রীদের সুবিধার জন্য স্মার্টকার্ডের পাশাপাশি ফিরিয়ে আনা হল টোকেন পরিষেবাও। এছাড়া ১০ মার্চ থেকে বাড়িয়ে দেওয়া হবে মেট্রো রেলের পরিষেবাও। আপ ও ডাউন ট্রেন মিলিয়ে ২৪৪টি ট্রেনের বদলে চলবে ২৫২টি ট্রেন।
করোনার জন্য ২০২০-র ২৩ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। টানা ১৭৫ দিন বন্ধ থাকে মেট্রো রেল। তারপর ১৪ সেপ্টেম্বর চাকা গড়াতে শুরু করে মেট্রোর। তবে টোকেন পরিষেবা বন্ধ রাখা হয় সংক্রমণ রুখতে। এতদিন যাত্রীদের স্মার্টকার্ড ব্যবহার করে যাতায়াত করতে হচ্ছিল।
Comments are closed.