আজ নাইটদের শেষ ম্যাচ, জিতলেও কঠিন প্লেঅফের রাস্তা
অমিয় রায়
প্লেঅফের টিকিট পেতে কলকাতা নাইট রাইডার্সের কাছে পুঁজি মাত্র ১টা ম্যাচ। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততেই হবে। তার পরেও অবশ্য প্লে-অফে খেলা নিশ্চিত নয়। ১৩ ম্যাচে ৭টিতেই হেরে সেই রাস্তা নিজেরাই কঠিন করে ফেলেছেন নাইটরা। রয়্যালসদের বিরুদ্ধে জেতা ছাড়াও প্রতিদ্বন্দ্বীদের থেকে নেট রানরেটে এগিয়ে থাকতে হবে। সেই সঙ্গে চলতি আইপিএলে প্লে-অফের টিকিট পেতে অন্য দলের জেতা-হারার উপরেও তাকিয়ে থাকতে হবে শাহরুখ খানের দলকে!
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে কিছুটা হলেও খুশির বার্তা রয়েছে কেকেআর ভক্তদের জন্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচের মহড়া হিসেবে একটি প্র্যাক্টিস ম্যাচ আয়োজন করে নাইট শিবির। ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলন চলে দীনেশ কার্তিকদের। সেই প্র্যাক্টিস ম্যাচে পুরনো মেজাজে দেখা গিয়েছে আন্দ্রে রাসেলকে।
ক্যারিববিয়ান পাওয়ারহিটার যখন ব্যাট করতে যান, বল হাতে এগিয়ে আসেন কুলদীপ যাদব। ভারতীয় চায়নাম্যান বোলারের প্রথম বল সোজা ছয় মেরে নিজের উপস্থিতি জানিয়ে দেন রাসেল। তাঁর বিধ্বংসী রূপ এ বারের আইপিএলে দেখতে পাওয়া যায়নি। ৯ ম্যাচে মাত্র ৯২ রান করেছেন। অবশেষে শেষ ম্যাচে মনে করা হচ্ছে নাইটদের রক্ষাকর্তা হতে পারেন রাসেল।
Comments are closed.