Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আজ প্রথম প্লে-অফ, শ্রেয়সের দিল্লির সামনে কঠিন প্রতিপক্ষ মুম্বই

অমিয় রায়

আইপিএল ২০২০-র প্রথম ফাইনালিস্ট কে হবে? সেটা আজই পরিষ্কার হয়ে যাবে। আর প্রথম কোয়ালিফায়ারের গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস লিগ স্টেজের শেষ পর্যায়ে এই দুটো দলের মধ্যেই ধারাবাহিকতার যথেষ্ট অভাব দেখা গিয়েছিল। তাও আজ এই দুটো দল প্রথম কোয়ালিফায়ার খেলতে নামছে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। যে  দল আজকের এই ম্যাচে হেরে যাবে, তাদের কাছে আরও একটা সুযোগ থাকবে। তবে কোনও দলই একটি করে অতিরিক্ত ম্যাচ খেলতে চাইবে না।

- Sponsored -

মুম্বইয়ের ব্যাটিং লাইনআপ এখনও পর্যন্ত অলরাউন্ড পারফরম্যান্স করেছে। টুর্নামেন্টের সেরা দশজন রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন কুইন্টন ডি’কক। তিনি ১৪ ম্যাচে ৪৪৩ রান করেছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আশা করা হচ্ছে বুমরাহ এবং বোল্টকে আবারও দলে ফিরিয়ে আনা হবে। ফলে দিল্লিকে এই ব্যাপারে সতর্ক থাকতেই হবে। কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দিল্লি জিতলেও, তার আগে টানা চারটে ম্যাচ তারা হেরে এসেছে। তবে আজকে এই ম্যাচে খেলতে নামার আগে কুইন্টন ডি’কক, ইশান কিষান এবং সূর্যকুমার যাদবকে যথেষ্ট ভালো ফর্মে দেখা যাচ্ছে। চোট সারিয়ে আবারও দলে ফিরেছেন রোহিত শর্মা। কিন্তু, হায়দরাবাদের বিরুদ্ধে তাঁকে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। সেকারণে যত তাড়াতাড়ি রোহিত তাঁর সেই চেনা ব্যাটিং মেজাজ ফিরে পাবেন, ততই দলের মঙ্গল।

দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে। বিশ্বের অন্যতম সেরা দুই পেসারকে তাঁরা কীভাবে সামলান, সেটার দিকে আপাতত তাকিয়ে থাকতে হবে। টুর্নামেন্টে শুরু থেকে আজ পর্যন্ত নিজের ফর্ম খুঁজে পেলেন না দলের ওপেনার পৃথ্বী শ (২২৮ রান)। এই একই কথা প্রযোজ্য ঋষভ পান্থের ক্ষেত্রেও (২৮২ রান)। চোট কাটিয়ে ফেরার পর ঋষভের ব্যাটে আর রান নেই বললেই চলে। চলতি মরশুমে ইতিপূর্বে ২ বার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। দু’বারই দিল্লি হেরে গেছে। তবে শেষ ম্যাচে দিল্লিও রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে এসেছে। সুতরাং, তাদেরও আত্মবিশ্বাস সপ্তম স্বর্গে রয়েছে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.