Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘কয়েকদিনের মধ্যে নির্বাচনী প্রচারে ফিরব’, এসএসকেএম থেকে বার্তা মমতার

নিজস্ব সংবাদদাতা : এসএসকেএম হাসপাতালের বেডে শুয়ে দলীয় কর্মীদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উডবার্ন ওয়ার্ডের সাড়ে বারো নম্বর কেবিন থেকে ভিডিও বার্তায় প্রত্যেককে শান্ত-সংযত থাকতে নির্দেশ দেন তিনি।

- Sponsored -

মমতা এদিন বলেন, ‘আমার কর্মী ভাইবোন ও সাধারণ মানুষকে বলছি আমার কাল খুব জোরে লেগেছিল। মাথায় ও বুকে ব্যথা লাগে। বনেটের উপর দাঁড়িয়ে আমি হাত জোড় করে সকলের অভ্যর্থনা নিচ্ছিলাম, তখন এমন জোরে চাপ আসে, আমার গাড়িটা চেপে যায় পায়ে। তাতেই খুব চোট লাগে। তখনই সঙ্গে যে ওষুধ ছিল তা খেয়েই কলকাতায় রওনা হই। সকলকে অনুরোধ করব শান্ত থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না যাতে মানুষের অসুবিধে হয়। আশা করি আমি কয়েকদিনের মধ্যে নির্বাচনী প্রচারে ফিরব। আগামী দিনে আমার প্রোগ্রাম বাতিল হবে না। হয়তো হুইল চেযারে ঘুরতে হবে।’

এদিকে তৃণমূল সূত্রে খবর, ১৩ মার্চ শনিবার জেলা সফরে বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম কর্মসূচি পুরুলিয়ার বলরামপুরে। তারপর বাঘমুণ্ডিতে। সব মিলিয়ে ৫ দিনে মোট ১২টি সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.