নির্বাচনে বড় জয়ের পর সাংগঠনিক বৈঠকে আজ মমতা
নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পর আজ ঠিক দুপুর দুটোয় তৃণমূল ভবনে সাংগঠনিক বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে দলের সব সাংসদ, বিধায়ক, মন্ত্রী, পৌরসভা চেয়ারম্যানদের। কেবলমাত্র দূরবর্তী নেতা-নেত্রীদের কোভিড বিধি মেনে ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করতে বলা হয়েছে।
আজকের বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস-সহ শীর্ষ তৃণমূল নেতৃত্ব।
বৈঠক ঘিরে রাজনৈতিক মহলের মত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বৈঠকে। সূত্রের খবর এবারের তৃণমূলের বৈঠকে জোর দেওয়া হবে এক ব্যাক্তি এক পদ নীতিতে। এছাড়াও দলত্যাগীদের দলে নেওয়ার প্রশ্নেও আলোচনা হবে বৈঠকে। একই সঙ্গে তারুণ্যের দিকেও জোর দেওয়া হবে বৈঠকে।
Comments are closed.