দলের বিধায়ক-সাংসদদের বৈঠকে ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা: ২৯ জানুয়ারি দলের সমস্ত বিধায়ক-সাংসদকে বৈঠকে ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, আগামী শুক্রবার কালীঘাটে বৈঠক ডাকা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বাড়িতে। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা স্পষ্ট না বলা হলেও দলের সব সাংসদ এবং বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
সূত্রের খবর, একুশে বাংলায় হ্যাটট্রিক করতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ভোটযুদ্ধে বিজেপিকে রুখতে নতুন রণকৌশল তৈরিতেই এই জরুরি বৈঠক। পাশাপাশি আগামী ৩০ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের রাজ্য সফরে আসছেন। ভোটের মুখে একের পর এক তৃণমূল নেতা-বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়াও অনেকেই নাকি এক কদম এগিয়ে রয়েছেন বিজেপির দিকে। এই পরিস্থিতিতে শাহর সফরের আগে দলের সাংসদ-বিধায়কদের মনোভাব বুঝে নিতেই বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী।
Comments are closed.