কৃষি বিলের বিরুদ্ধে এনডিএ ছাড়ায় অকালি দলকে সমর্থন তৃণমূলের

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
কেন্দ্রীয় সরকারের আনা কৃষি বিলের বিরুদ্ধে একাধিকবার জোরদার প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে বিজেপির সবচেয়ে পুরনো জোট সঙ্গী শিরোমণি অকালি দল। তার আগে বাদল অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কাউর বাদল।
We support @officeofssbadal @Akali_Dal_ 's stand with the farmers. Fighting for farmers is part of Trinamool DNA. In 2006, @mamataofficial risked her life on a historic 26 day fast for farmers’ rights. We oppose #FarmBills2020 as they endanger States’ role, MSP, PDS & procurement
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) September 27, 2020
এবার শিরোমণি অকালি দলের সিদ্ধান্তকে স্বাগত জানাল তৃণমূল কংগ্রেস। জোড়া ফুল শিবিরের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, ‘কৃষকদের পাশে থাকা তৃণমূল কংগ্রেসের ডিএনএ-তেই রয়েছে’। কৃষকদের পাশে দাঁড়িয়ে সুখবীর সিং বাদল ও অকালি দলের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানানোর কথা বলা হয়েছে তৃণমূলের তরফে। ডেরেক ও’ব্রায়েন ট্যুইটারে লেখেন, “কৃষকের অধিকার রক্ষার জন্য ২০০৬ সালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ২৬ দিন ঐতিহাসিক অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি বিল রাজ্যের ভূমিকাকে বিপদে ফেলে দেবে এবং সেই জন্য আমরা বিরোধিতা থেকে করছি।”
এক সপ্তাহ আগেই শেষ হওয়া বাদল অধিবেশনে কৃষি সংক্রান্ত তিনটি বিল পাস করিয়েছে মোদি সরকার। তা নিয়ে হরিয়ানা আর পঞ্জাবের কৃষকদের রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ করতে দেখা গেছে। শিবসেনার পর এনডিএ ছেড়েছে অকালি দল, স্বাভাবিকভাবেই কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে বিজেপি।
Comments are closed.