ভুয়ো ভ্যাকসিন নিয়ে আতঙ্কের মাঝেই অসুস্থ তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা : অসুস্থ তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। সাংসদকে দেখতে তাঁর বাড়িতে ভোরবেলাই আসেন চিকিৎসক। শনিবার ভোররাত থেকে প্রচণ্ড পেটে যন্ত্রণায় কাতরাতে থাকেন মিমি। শরীরে জলের অভাব দেখা দিয়েছে। ডিহাইড্রেশনের ফলে শরীর অত্যন্ত দুর্বল। আপাতত চিকিৎসকদের পরামর্শে সারা দিন বিশ্রামে থাকবেন তিনি। অসুস্থতার কারণে মিমির কর্মসূচি বাতিল করা হয়েছে।
কসবায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেসন ড্রাইভে টিকা নেন মিমি। ভ্যাকসিন নেওয়ার পরে কোনও সার্টিফিকেট না আসায় সন্দেহ হয় তাঁর। এরপর ভুয়ো ভ্যাকসিনচক্রের শিকার তিনি হয়েছেন জানতে পেরে পুলিশের দ্বারস্থ হন সাংসদ। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে, দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি ভুয়ো আইএএস অফিসার ও জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের পরিচয় দিয়ে ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করেছিলেন। ভুয়ো ভ্যাকসিন নিয়ে তাঁর শরীরে আদৌ কোনও ক্ষতি হয়েছে কিনা তা জানতে আজই শারীরিক পরীক্ষা করাবেন তিনি।
Comments are closed.