Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী, আশঙ্কাজনক দুই যুব তৃণমূলকর্মী

নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। দুই যুব তৃণমূলকর্মীকে মারধরের পাশাপাশি গুলি করার অভিযোগ। ঘটনার সূত্রপাত বুধবার রাতে। অভিযোগ, বাইকে করে ক্যানিং বাজার থেকে শিমুলতলায় বাড়ি ফিরছিলেন এলাকার যুব তৃণমূলকর্মী ইজাজ আহমেদ এবং রশিদ আলি। পথের মধ্যে দুই যুব তৃণমূলকর্মীকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। আচমকাই লাঠি-রড দিয়ে বেধড়ক মারধরের পাশাপাশি কোপানো হয় দুজনকে। চলে গুলিও। যদিও গুলি চলার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতিতে স্থানান্তরিত করা হয় চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ। হাসপাতাল সূত্রে খবর, দুজনেরই অবস্থা সংকটজনক।

- Sponsored -

বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কোনও ঘটনা নয়। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, গোসাবা-সহ একাধিক এলাকায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের সমস্যা। প্রাক্তন ব্লক যুব তৃণমূল সভাপতির দাবি, যুব তৃণমূল করার অপরাধে তৃণমূলই হামলা চালিয়েছে। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন ব্লক তৃণমূল নেতা। তৃণমূল শীর্ষ নেতৃত্ব বারবার জেলা নেতৃত্বকে সতর্ক করেও যে কোনও বদল হয়নি, শিমুলতলার গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা আরও একবার প্রমাণ করে দিল।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.