‘বাংলা নিজের মেয়েকেই চায়’! একুশের ভোট বৈতরণী পার করতে নতুন স্লোগান তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা : ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, এই স্লোগানকে সামনে রেখেই একুশের ভোট বৈতরণী পার করতে চাইছে মমতা ব্রিগেড। শনিবার তৃণমূল ভবনে রীতিমতো কর্পোরেট ধাঁচায় স্লোগানের আনুষ্ঠানিক সূচনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী। এই স্লোগানকে হাতিয়ার করেই আসন্ন নির্বাচনে ঝাঁপাবে দল। এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’-র পর ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান তৈরি করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ও’ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তৃণমূল ভবনে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত মুখোপাধ্যায় বলেন, “আমাদের দলে একটাই মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে অনেক দল ঘুরে বেড়াচ্ছে। তারা মুখ্যমন্ত্রী খুঁজে দেখছেন। আমাদের মমতা বন্দোপাধ্যায় আছেন। নিষ্ঠা, সাহস, লড়াই নিয়ে তিনি আছেন। তিনিই হবেন আমাদের মুখ্যমন্ত্রী।” অন্যদিকে সুব্রত বক্সী বলেন, “মমতা বন্দোপাধ্যায়ের হাতে বাংলার শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সুরক্ষিত। তাই এই স্লোগানকে সামনে রেখে এগোনো হবে। এই ভোট আমাদের কাছে কঠিন নয়। ইতিমধ্যেই উন্নয়নকে সামনে রেখে আমরা এগবো। আমরা রিপোর্ট কার্ড পেশ করেছি। মানুষের কাছে পৌঁছে গিয়েছি।”
Comments are closed.