‘স্বামীর মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন’, অনিচ্ছাকৃত খুনের অভিযোগ নন্দিতা সিনহার

নিজস্ব সংবাদদাতা : খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্যুর জন্য ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন ও কমিশনের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করলেন নন্দিতা সিনহা। অভিযোগ, করোনা সংক্রমণ রোখার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেয়নি কমিশন। স্বামীর মৃত্যুর জন্য সুদীপ জৈনের বিরুদ্ধে খড়দা থানায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ করেছেন কাজল সিনহার স্ত্রী নন্দিতা।
উল্লেখ্য, রবিবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহার। গত বুধবার করোনা নমুনার পরীক্ষার রিপোর্ট আসলে জানা যায় তিনি করোনা পজিটিভ। ২২ এপ্রিল ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হয় খড়দায়। এর আগের দিনই কোভিডে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন কাজল সিনহা। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। তবে শেষ রক্ষা আর হয়নি। গত রবিবার মৃত্যু হয় কাজল সিনহার।
Comments are closed.