তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পুরুলিয়া শহর

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পুরুলিয়া শহর। তৃণমূলের পুরুলিয়া শহর সভাপতি বিভাসরঞ্জন দাসকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগের তির বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জির ভাইয়ের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে তৃণমূল নেতা বিভাসরঞ্জন দাসকে রাস্তায় একা পেয়ে হামলা চালায় বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি-আশ্রিত বেশ কয়েকজন বিজেপি কর্মী । রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন বিভাসরঞ্জন দাস। ঘটনার খবর পেয়ে এক প্রথম শ্রেণির সংবাদমাধ্যমের সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছে খবর সংগ্রহ করার সময় তাঁর উপরেও হামলা চলে বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি হন আহত সাংবাদিকও।
এরপরই পুরুলিয়া সদর থানার বাইরে লাঠিসোটা নিয়ে পৌঁছয় তৃণমূল-বিজেপি কর্মীরা। একেবারে পুলিশের সামনেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় RAF। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুরুলিয়া সদর থানার পুলিশকে। পুরুলিয়া সদর থানার বাইরে দু’পক্ষের হুমকি, পাল্টা হুমকিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনা আহত হন বিজেপি পুরুলিয়ার দক্ষিণ মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী-সহ তিনজন। তাঁদের পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে উত্তেজনা রয়েছে পুরুলিয়া শহরে।
Comments are closed.